শপথ নিলেন ১৫০ ইন্টার্ন চিকিৎসক

১৫০ জন শিক্ষানবিশ  চিকিৎসক সোমবার (৬ ডিসেম্বর) শপথ গ্রহণ করেছেন। চলতি বছরের আগস্ট মাসে তারা এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হাসপাতালে এক বছরের জন্য ইন্টার্নশিপ ট্রেনিং শুরু করছেন।

সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল আয়োজিত কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে তাদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

অনুষ্ঠানে নতুন ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবি ও অসুবিধার কথা  বলেন। এছাড়াও ইন্টার্ন পরিষদের বর্তমান সভাপতি ডা. ফুয়াদ, সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার তাদের অভিজ্ঞতা এবং দাবি তুলে ধরেন।

ডা. শাহরিয়ার খান বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা একটি হাসপাতালের প্রাণ। অথচ তারাই দিন-রাত ২৪ ঘণ্টা রোস্টার ভিত্তিতে হাসপাতালে ডিউটি করে থাকে। কিন্তু কর্মঘন্টা অনুপাতে তাদের বেতন অনেক কম। তাই তাদের বেতন বৃদ্ধি বাড়ানোর জন্য অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠান পরিচালনা করেন ইন্টার্ন কো অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এইচ এ নাজমুল হাকিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো. টিটো মিঞা, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলুসহ অন্যরা। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ ডা. এইচ এ নাজমুল হাকিম, চেয়ারম্যান ইন্টার্ন কো অর্ডিনেশন কমিটি।