জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন। 

জানাজায় অংশ নেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, তিনি সাংবাদিকদের স্বার্থের প্রশ্নে, অধিকারের প্রশ্নে এক অনমনীয় নেতা ছিলেন। গণতন্ত্রের পক্ষে তার যে সংগ্রাম, অবদান; এ জাতি সবসময় তা স্মরণে রাখবে। বিশেষ করে স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিশাল ভূমিকা রেখেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, তিনি আমাদের অতন্ত প্রিয়জন ছিলেন। আমাদের অভিভাবক ছিলেন। আজ তাকে নিস্তব্ধ-নিথর রেখে আমরা কথা বলছি, এটা আমরা কয়দিন আগেও ভাবতে পারিনি। আমরা কখনও কোনও সংকটে পড়লে তার পরামর্শ নিতাম।

জানাজা শেষে রিয়াজ উদ্দিন আহমেদের মৃতদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।