মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আগাম সতর্কতা

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় কেউ যেন প্রতারিত না হন সে জন্য আগাম সতর্কতা গ্রহণ করেছে সরকার। সরকারি প্রতিষ্ঠান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এক সতর্কবার্তায় জানিয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে যেন কোন ধরনের আগাম লেনদেন না করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে গত ১৯ ডিসেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিএমইটি সতর্কবার্তায় জানিয়েছে, তাদের ডাটাবেইজে যাদের নাম আছে তারাই শুধুমাত্র মালয়েশিয়া যেতে পারবেন। ওই দেশে চাকরির সুযোগের বিজ্ঞপ্তিও তারাই প্রকাশ করবে।

কর্মী পাঠানোর সমুদয় খরচ মালয়েশিয়ার কোম্পানি বহন করবে এবং এজন্য কোনও  রিক্রুটিং এজেন্সিকে আগাম অর্থ প্রদানের কোনও আবশ্যকতা নেই।

‘প্রতারণার ফাঁদে পা না দেওয়ার’ অনুরোধ জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে ওই প্রতারক চক্র প্রধান অন্তরায়।’