নভোএয়ারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এয়ারলাইন্সটি ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।

রবিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নভোএয়ার।

নবম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তিনি বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার ক্রম উন্নয়নের ধারায় আমরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সংযোজন করে আসছি।

মফিজুর রহমান বলেন, নভোএয়ার ৯ম বর্ষ উদযাপনের শুভক্ষণে যাত্রী সাধারণের আরও উন্নত প্রযুক্তিগত সেবা প্রদানের জন্য মোবাইল বোর্ডিং পাস সেবা চালু করেছে। অতীতের মত এই ক্ষেত্রেও নভোএয়ারই বাংলাদেশে প্রথম ও অগ্রণী ভূমিকা রাখছে। নভোএয়ারের বহরে বর্তমানে ৭টি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে।

নতুন বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে উড়োজাহাজ সংযোজন করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।নভোএয়ারের একটি উড়োজাহাজ