বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১০ জানুয়ারি) সকালে গুলশান-২ এর নগরভবনের মূলফটকে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সেই স্বাধীনতার স্থপতি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে আজকের এই দিনে তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। মূলত ইতিহাসের এই মহানায়কের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১০ জানুয়ারি সদ্য স্বাধীন  বাংলাদেশে ফিরে আসেন। দিনটি ‘বঙ্গবন্ধুর স্বাদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।