হামলার প্রতিবাদে টিএসসিতে কাওয়ালির আসর

টিএসসির কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে কাওয়ালির গানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড সিলসিলা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে টিএসসির সঞ্জীব চত্বরে প্রতিবাদী কাওয়ালি গানের আসর বসে। 

এ সময় অন্যতম আয়োজক সিলসিলার ব্যান্ডের প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান বলেন, গতকাল আমাদের আসরে হামলা চালানো হয়। হামলা চালিয়ে আমাদের আয়োজন থামানে যাবে না। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফের আয়োজন করেছি। 

আয়োজকদের আরেকজন সালেহ উদ্দীন সিফাত বলেন, আমাদের এখানে বিভিন্ন আধুনিক গানও গাওয়া হবে। আমরা বিশ্বাস করি সংস্কৃতির কোনও সীমানা নেই। যারা সংস্কৃতিতে রুখে দিতে চায়, গান, সুরকে রুখে দিতে চায়, তারা সাংস্কৃতিক দস্যু। তাদের আমরা সংস্কৃতির মাধ্যমেই প্রতিহত করবো


এর আগে বিকালে শাহবাগে ওই হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ধিক্কার সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেন সংগঠনটির অন্যতম সংগঠক রাতুল মোহাম্মদ। 

রাতুল মোহাম্মদ বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। অতিথি হিসেবে ড. জাফরুল্লাহ চৌধুরীর থাকার কথা ছিল। কিন্তু আমাদের কর্মসূচি শুরুর আগেই পুলিশ এসে বাধা দেয়। কোনও কারণ ছাড়াই আমাদের ওপর লাঠিচার্জ করে। আমরা বাধ্য হয়ে কাঁটাবন মোড়ে অবস্থান নিই। আমাদের দুজন আহত হয়েছেন।’

তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী সভা-সমাবেশ করা নিষিদ্ধ। তারা সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। তারপর তারা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনও ধরনের আক্রমণ করা হয়নি।’