বৃহস্পতিবার বুস্টার ডোজ নিয়েছেন ৩২ হাজার মানুষ

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৩ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীরসহ সারাদেশেই দেওয়া হয়েছে ৩২ হাজার ৩৩৭ জনকে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ৭ হাজার ২৯৫ জনসহ ঢাকা বিভাগে ১৪ হাজার ৪৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৪৫১ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪৬২ জন, রংপুর বিভাগে ৩ হাজার ১২ জন, খুলনা বিভাগে ৪ হাজার ৭৯৬ জন, বরিশাল বিভাগে ৭৬০ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬২২ জন বুস্টার ডোজ নিয়েছেন।