কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরুলিয়া এলাকায় একটি মেলার অনুষ্ঠানে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের ভর্তি করা হয়।

ভর্তি হওয়া দগ্ধরা হলেন—মো. আনোয়ার হোসেন (৩৫), মো. সাইফুল ইসলাম (২২), আব্দুর রব (২৭), মো. সাব্বির রহমান (১৪ ) ও ইমন (১৬)।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

আরও পড়ুন: বেলুন বিক্রেতার বানানো সিলিন্ডার বিস্ফোরণেই শঙ্কায় ৩৮ প্রাণ