টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন ই-অরেঞ্জ গ্রাহকরা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকরা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা যত দ্রুত সম্ভব নিষ্পত্তির দাবি জানান ভুক্তভোগীরা। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুর ১ নম্বর সনি স্কয়ারের সামনে মানববন্ধন করেন তারা।

ভুক্তভোগী গ্রাহক আফজাল হোসেন বলেন, `আমরা আমাদের টাকা ফেরত চাই। সেজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ 

প্রতিবন্ধী শফিকুল ইসলাম মানববন্ধনে যোগ দিয়ে বলেন, ‘পরিবারের জন্য ফ্রিজসহ বেশকিছু সামগ্রী কিনতে অর্ডার দিয়েছিলাম। সেই টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। আমরা আমাদের টাকা ফেরত চাই। এজন্য সংশ্লিষ্ট মহলের নজরদারি কামনা করছি।’

ক্ষুব্ধ ভুক্তভোগীদের অভিযোগ, ‘ই-অরেঞ্জের মালিক সোহেল রানা বনানী থানার সাবেক পুলিশ পরিদর্শক হওয়ায় পার পেয়ে যাচ্ছেন। সোহেল রানার ক্ষমতা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। 

ই-অরেঞ্জ গ্রাহকরা বলেন, ‘প্রথম দিকে আমাদের অভিযোগ আমলে নেওয়া হয়নি। যখন অভিযোগের সত্যতা মিলেছে তখন সবাইকে ফাঁকি দিয়ে সোহেল রানা বিদেশে পাড়ি জমিয়েছে। তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে তার যেসব সম্পত্তি আছে সেগুলো হিসাব করে গ্রাহকদের একটি সুষ্ঠু সমাধান দিতে হবে।’