‘অনশনরত শিক্ষার্থীদের জীবন বিপন্ন হলে সরকার দায়ী থাকবে’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা। 

অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের কারও জীবন বিপন্ন হলে এই সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন সম্পর্কিত। এই অবস্থার বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবি শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছেন।’

সাইফুল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আর জল ঘোলা না করে, কাল বিলম্ব না করে, সব অহমিকা পরিহার করে, অনতিবিলম্বে সিলেটে গিয়ে ভিসিকে অপসারণ করুন।’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত আছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।