‘বিশ্ববিদ্যালয়গুলো চলে নাগরিকের টাকায়, তাদের কথা ভিসিদের শুনতে হবে’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সংহতি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহজালাল অভিমুখে রোডমার্চ কর্মসূচিতে লেখক ও সম্পাদক রাখাল রাহা বলেন, ‘দেশের নাগরিকের পয়সায় এসব বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, তাই তাদের কথা মেনে ভিসিদের চলতে হবে।’

রাখাল রাহা বলেন, ‘আমাদের সন্তানদের (ভিসি) আপনাদের কাছে পাঠানো হয়। আপনারা তাদের শিক্ষা দেবেন, নিরাপত্তা দেবেন।’ তিনি বলেন, ‘কিন্তু শাবিপ্রবিতে দেখলাম, ভিসি আইনশৃঙ্খলা বাহিনী ডেকে এনে তাদের ওপর অত্যাচার করলেন। গদি রক্ষার জন্য পেটোয়া বাহিনী লেলিয়ে দিলেন।’

তিনি বলেন, ‘কেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি? কেন সিলেট বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি? কেন বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপদার্থদের আপনি (প্রধানমন্ত্রী) ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন?’

রোডমার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করে রাখাল রাহা বলেন, ‘সিলেটে যেতে চেয়েছিলাম, কিন্তু শ্রদ্ধেয় ড. মুহম্মদ জাফর ইকবালের কথায় শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হয়েছেন। সুতরাং আমরা আমাদের কর্মসূচি এখানেই স্থগিত করেছি।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।