চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জমা দিয়েছেন সংগঠনটি থেকে বাদ পড়া শিল্পীরা। বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন জানানো হয়। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে কয়েকজন শিল্পীকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। বাদ পড়া শিল্পীরা নিজেদের অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। 

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান আবারও একই পদে লড়বেন।

প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। প্যানেলটিতে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন সাদিক, ইমন, নিরব।