ঘুড়ি ওড়াতে গিয়ে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর পুরানো ঢাকায় ঘুড়ি ধরতে গিয়ে ৭ তলা থেকে পড়ে সালভি জিহাদ (১১) নামে  চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে এই মর্মান্তিক ঘটনাটি  ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকাল সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃত শিশুর খালু মাসুদ জানান, সূত্রাপুর আরএম দাস লেন ভাড়া বাসায় পরিবারের সাথে  থাকতো জিহাদ। এদিন বিকালে পাশের বাড়ির সাত তলা ভবনের ছাদে খেলা করতে উঠে সে। একটি ঘুড়ি সুতা ছিড়ে উড়ে যাওয়ার সময় সেটি ধরতে জায় জিহাদ। এসময় পা ফসকে দুই ভবনের ফাকা দিয়ে নিচে পড়ে যায়।

জিহাদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শাহআলমের এর ছেলে। তার বাবা ওই এলাকার একটি ঢালাই কারখানার  মিস্ত্রী।