স্বর্ণ ও মুদ্রাসহ সৌদিতে বিমান বাংলাদেশের কেবিন ক্রু আটক

সৌদি আরবের জেদ্দায় বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়াল (৩৭ লাখ ৭২ হাজার টাকা) সমপরিমাণের স্বর্ণ ও অন্যান্য দ্রব্যসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তার নাম রুহুল আমিন শুভ। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আটক হন তিনি। 

সূত্র জানায়, বিমানের ঢাকামুখী ফ্লাইট বিজি ৪০৩৬-এর ফ্লাইট স্টুয়ার্ড হিসেবে কর্মরত ছিলেন রুহুল আমিন শুভ। সৌদি পুলিশ তার কাছে থাকা স্বর্ণের সঠিক কাগজপত্র দেখতে চাইলে তিনি সেগুলো নিজের ভাইয়ের কাছ থেকে পেয়েছেন বলে জানান। ফ্লাইটে ওঠার আগমুহূর্তে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সৌদি আরব থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’