জুতা ব্যবসায়ীকে মার্কেটের তৃতীয় তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক জুতা ব্যবসায়ীকে মারধর করে তিন তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাজী মো. রাকিব উদ্দিন শেখ (৪৮) নামে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়াস্থ ‘জাকের সুপার মার্কেটে’ এ ঘটনাটি ঘটে। 

আহতের ছোট ভাই রকিব উদ্দিন সাংবাদিকদের জানান, তার ভাইয়ের ওই মার্কেটের দ্বিতীয় তলায় জুতার দোকান রয়েছে। ওই মার্কেটেরই ফিরোজ নামে এক ব্যক্তির তার ভাইকে একটি দোকান নিয়ে দেওয়ার কথা বলে দু'বছর আগে ৩৫ লাখ টাকা নেন। কিন্তু তিনি দোকান নিয়ে দিতে না পারায় টাকা ফেরত চান তার ভাই রাকিব। কিন্তুর টাকা ফেরত না দিয়ে নানান টালবাহানা করছেন ফিরোজ, এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।

ওই টাকা দেওয়ার কথা বলে চার-পাঁচ মাস পূর্বে একবার রাকিব উদ্দিনকে ডেকে নিয়ে রমনা থানা এলাকায় মারধর করেন তার ছোটভাই রকিব। তিনি জানান, পরে এ ঘটনায় ফিরোজের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। কিন্তু মামলা করেও কোনও লাভ হয়নি, বরং তার ভয়ে মার্কেটে তেমন একটা যেতে পারতেন না ব্যবসায়ী রাকিব।

বুধবার দুপুরের ঘটনার বর্ণনা করে রকিব বলেন, আমার ভাই রাকিব উদ্দিন আজ (বুধবার) মার্কেটে যান। ওই মার্কেটের ৫ম তলায় মসজিদে নামাজ পড়ে নিচে নামার সময়ে ফিরোজ ১৫ থেকে ২০ জন লোকসহ তাকে আটকে মারধর করে তৃতীয় তলা থেকে ফেলে দেয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।