শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণের তথ্য পাঠানোর নির্দেশ মাউশি’র

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা মহামারির সময়ে শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

মাউশির মহাপরিচালক (অতি.দায়িত্ব) প্রফেসর মো শাহেদুল খবির চৌধুরীর সই করা এক নির্দেশনায় জানানো হয়েছে, সব প্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাটা কালেকশন মডিউল এ গিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত তথ্য দিতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য দিয়েছে কিনা তা ওয়েবসাইটে গিয়ে মনিটরিং করবেন এবং সব প্রতিষ্ঠানের তথ্য পাঠানো নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত একটি ম্যানুয়াল যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য অনলাইনে পাঠাতে নির্দেশনা রয়েছে মাউশির। সূত্র: বাসস