বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালিত

আজ ১৫ ফেব্রুয়ারি, বিশ্ব শিশু ক্যান্সার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে প্রতি বছর বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালন করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শিশুদের ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ (ডব্লিউসিএস বিডি) বেসরকারি সংস্থার নেতৃত্বে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

শিশুদের ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতায় সংস্থাটির উদ্যোগে সকালে কমলাপুর রেলস্টেশন এলাকায় শিশু ও সব শ্রেণি-পেশার মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য চিকিৎসা সেবা (মাস্ক বিতরণ, ব্লাড গ্রুপিং) দেওয়া হয়। দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পিকআপ ভ্যানে করে রাজধানীতে শিশুদের ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতায় প্রচারণা চালিয়েছে সংস্থাটি।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ও ক্যান্সার গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেন, ‘বেশিরভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। শনাক্ত করা গেলে ও উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ রোগী সেরে ওঠে। কিন্তু মাত্র ২০ শতাংশ রোগী উন্নত চিকিৎসার সুযোগ পায়।’

তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট কোনও কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জেনিটিক্যাল কারণ, ভাইরাস, খাবারে টক্সিনের উপস্থিতি, কেমিক্যালসলস, পরিবেশগত সমস্যায় শিশুদের ক্যান্সার হয়। তবে আশার কথা হচ্ছে, প্রাথমিকভাবে এ রোগ শনাক্ত করা গেলে বেশিরভাগ শিশুরই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের ক্যান্সার মোকাবিলায় সবার আগে সচেতনতা বাড়াতে হবে।’

সংস্থাটি জানায়, যেহেতু প্রতিবছরই ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, তাই শিশুদের সঠিক চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার যেমন- পালং শাক, ব্রুকলি, ডিমের কুসুম, মটরশুটি, কলিজা, মুরগির মাংস, কচুশাক, কলা, মিষ্টি আলু, কমলা, শালগম, দুধ, বাঁধাকপি, বরবটি, কাঠবাদামের মতো ক্যালসিয়াম, পটাসিয়াম এবং আয়রনসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।

বিশ্ব শিশু ক্যান্সার দিবসের এ আয়োজনে আরও  উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সাধাবণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেন, বাংলাদেশ রেলওয়ে স্কাউটসের উপ-কমিশনার নাজমুল হক টিটুসহ প্রমুখ।