পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

১৯৫২ সালে ভাষার দাবিতে বাঙালিদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল যে পাকিস্তান সরকার, সেই দেশের মাটিতে ২১ ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। ইসলামাবাদ, সিন্ধ ও বেলুচিস্তানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী উল্লেখ করেন, যারা একসময় আমাদের ভাষাকে দাবিয়ে রাখতে চেয়েছিল, সেই ইসলামাবাদের পাকিস্তান অ্যাকাডেমি অব লেটারস, ইউএনডিপি, সিন্ধু ও বেলুচিস্তানের সংস্কৃতি বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পাকিস্তান মাতৃভাষা সাহিত্য উৎসবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।’

হাইকমিশনার বলেন, ‘এ বছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, একইসঙ্গে এ বছর বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও উদযাপন করা হচ্ছে।’