বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর ও ১৮ মার্চ শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ মার্চ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, রাজশাহীর হেতেম খাঁ জামে মসজিদ ও নবনির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কোরআন খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

একই দিন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে ও ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার, ঝালকাঠি ইসলামিক মিশন হাসপাতাল ও ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে ১৭ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবাসহ ওষুধ প্রদান করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, আলিয়া, কওমি ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।