ম্যানিলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা এবং আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২২’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ. এম. বোরহানউদ্দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ও আগত  অতিথিদের  উদ্দেশে রাষ্ট্রদূত বোরহানউদ্দিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরের উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে তাঁর অসীম সাহসিকতা, নেতৃত্ব ও অন্যান্য গুণাবলি উপস্থিত শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, ‘১০২ বছর আগে এমন একদিনে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরূপে বিকশিত হতে পারছি। বঙ্গবন্ধু অনুধাবন করতেন স্বাধীন বাংলাদেশকে গড়তে হলে সবার আগে শিশুদেরকে গড়তে হবে।’

অনুষ্ঠান শেষে  উপস্থিত শিশুদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন রাষ্ট্রদূত।