‘সিলেটে বঙ্গবন্ধু’ বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস ২০২২’ উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ‘সিলেটে বঙ্গবন্ধু’ শীর্ষক একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে।

শনিবার (১৯ মার্চ) লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বৃহস্পতিবার (১৭ মার্চ) পূর্ব লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। স্মারকগ্রন্থে ১৯৪৭ থেকে ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সিলেটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরের ছবি ও সংশ্লিষ্ট তথ্য রয়েছে।

অনুষ্ঠানে ড. গওহর রিজভী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর সংগ্রামের পর ভূ-রাজনৈতিকভাবে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে। তবু একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ সমাজের জন্য তাঁর আদর্শ ও দৃষ্টিভঙ্গি আজও  ৫০ বছর আগের মতোই যথার্থ ও প্রয়োজনীয়।’

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য তাঁর ২৩ বছরের রাজনৈতিক সংগ্রামের সময় সিলেটসহ দেশের প্রতিটি এলাকায় বারবার ভ্রমণ করেছেন। এই স্মারকগ্রন্থে ১৯৪৭ সালে ঐতিহাসিক গণভোট থেকে শুরু করে ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনের আগে পর্যন্ত সিলেটে বঙ্গবন্ধুর বিভিন্ন সফরের অনেক ঐতিহাসিক ছবি ও তথ্য রয়েছে। বইটি থেকে বিশেষ করে সিলেট অঞ্চল থেকে যুক্তরাজ্যে প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশিরা অনেক কিছু জানতে পারবেন।’

এ উপলক্ষে বিশিষ্ট কলামিস্ট ও  একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন উপমহাদেশের প্রথম রাষ্ট্রনায়ক, যিনি একটি ধর্মনিরপেক্ষ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।’

যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ তার বক্তব্যে কীভাবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ-বাংলাদেশিরা তাদের সর্বস্ব দিয়ে সমর্থন করেছিলেন, তা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজও তারা একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছেন।’