বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছেন ড. আকতারুজ্জামান

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান। শুক্রবার (৮ এপ্রিল) পাঠানো প্রতিবাদে তিনি বলেছেন, ব্যক্তিগত আক্রোশেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য দিচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি।

অধ্যাপক ড. আকতারুজ্জামান বলেন, ‘গত ৭ ও ৮ এপ্রিল বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ব্যক্তিগত আক্রোশে বিজ্ঞপ্তির মাধ্যমে আমার সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য পরিবেশন করেছে। আমি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন অধ্যাপক (চুক্তিভিত্তিক) এবং বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত), আইসিটি ও শিক্ষা বিভাগ-এ কর্মরত ছিলাম ৩ সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। এর আগে আমি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি-ওআইসি) ১০ বছর (২০০৮-২০১৮) শিক্ষকতা করেছি।

প্রতিবাদলিপিতে ড. আকতারুজ্জামান আরও বলেন, ‘সম্প্রতি দেশের শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট ৭টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ শিক্ষা পরিবারের সবাই জাতীয় ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণের কর্মশালায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অংশ নেন। ন্যাশনাল টাস্কফোর্সের সদস্য হওয়ায় উনারা আমার অনুরোধে এখানে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ব্লেন্ডেড ও অনলাইন এডুকেশন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ডসহ কানাডার আথাবাস্কা, নিউজিল্যান্ডের ম্যাসিই এবং ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটির সঙ্গে ১৫ বছর ধরে দেশ ও দেশের বাইরে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল ব্লেন্ডেড এডুকেশন পলিসি ২০২১’ এবং ‘ন্যাশনাল ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্লান (২০২২-২০৪১)’ প্রণয়নে অন্যতম প্রদায়ক হিসেবেও কাজ করেছেন বলে দাবি ড. আকতারুজ্জামানের।

এর আগে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির জনসংযোগ দফতর জানিয়েছে অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন।

আবেদন করেই অধ্যাপক পরিচয় দিচ্ছেন ড. আকতারুজ্জামান