ঈদে চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো— চাঁদপুর স্পেশাল ১, চাঁদপুর স্পেশাল ২, দেওয়ানগঞ্জ স্পেশাল, খুলনা স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১ ও শোলাকিয়া স্পেশাল ২।

এর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও চাঁদপুর স্পেশাল ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে। দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে। এই তিন জোড়া ট্রেন ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবং ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলাচল করবে।

খুলনা স্পেশাল চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে। ট্রেনটি ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলাচল করবে।

শোলাকিয়া স্পেশাল ১ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে। ট্রেনটি শুধু ঈদের দিন চলবে।

এছাড়া শোলাকিয়া স্পেশাল ২ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। এটিও শুধু ঈদের দিন চলবে।

মন্ত্রী আরও বলেন, ঈদের সাত দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তনগর ট্রেনের ডে-অফ থাকবে না এবং ঈদ পরবর্তীতে যথারীতি ডে-অফ কার্যকর হবে। ডে-অফ প্রত্যাহারের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে। ঈদুল ফিতরের দিন কোনও আন্তনগর ট্রেন চলবে না। 

এছাড়া এসব বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না বলেও জানান তিনি।