শতভাগ হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন হবে ঢাকায়

এ বছর আরও সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। শতভাগ হজযাত্রীর সৌদি অংশের  ইমিগ্রেশন বাংলাদেশেই হবে। হজ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দফতর, সংস্থাকে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ এপ্রিল)  হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে সংশ্লিষ্টরা এসব তথ্য জানান।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সৌদি আরবের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ থেকে এ বছর  ৫৭ হাজার ৮শ ৫৬ জন হজযাত্রী হজে যেতে পারবেন। সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের পর মন্ত্রিপরিষদ কর্তৃক    অনুমোদিত হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট সকল  মন্ত্রণালয়, দফতর, সংস্থার করণীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে। হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত করতে ইতোমধ্যে হজ আইন প্রণয়ন  করা হয়েছে, যেখানে হজযাত্রীসহ সংশ্লিষ্টদের  স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের উপযুক্ত শাস্তির বিধান রাখা হয়েছে।  হজের আইনের অধীনে বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, হজযাত্রীদের  নিরাপদ,  নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বলেন, এ বছর সৌদি আরব অংশের শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন,  হজ যাত্রীদের বিমানবন্দরে সেবা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তাদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আমরা আন্তরিক ভাবে কাজ করবো।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, আসন্ন পবিত্র হজ পালনের জন্য অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক হজযাত্রী পরিবহন করতে হবে। হজযাত্রীদের যাত্রা নিরাপদ করতে বিমান ও সৌদিয়ার পাশাপাশি থার্ড ক্যারিয়ারে যাত্রী পরিবহনের সুযোগ রাখতে হবে। হজযাত্রীদের বিমানের টিকিটের দাম কমানোর জন্যও দাবি জানান হাব সভাপতি।

ইফতার মাহফিলে হাবের  সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদারসহ হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।