সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে চলছে। এতে করে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউ মার্কেট হয়ে আজিমপুরের দিকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে মিরপুর ও মোহাম্মদপুরের গাড়িগুলো সায়েন্সল্যাব হয়ে শাহবাগ-গুলিস্তানের দিকে চলাচল করছিল। কিন্তু দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ হওয়ার পর মানুষজন বাস থেকে নেমে পাঁয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বৃদ্ধ ও শিশুদের নিয়ে অনেকে বিপদে পড়েছেন। বৃদ্ধদের হাত ধরে এবং শিশুদের কোলে নিয়ে রোদ গরম উপেক্ষা করে ফুটপাত ধরে গন্তব্যে দিকে যাচ্ছে মানুষজন।  

এদিকে বেলা সোয়া ৩টার পর বাংলা কলেজের একদল ছাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে একটি মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন।

জানা যায়, সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন...

নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ: সাংবাদিকদের ওপর হামলা

নিউ মার্কেট এলাকায় টানা সংঘর্ষ চলছে, যান চলাচল বন্ধ

নিউ মার্কেটের সংঘর্ষ: রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও

সংঘর্ষে নেতৃত্বশূন্য শিক্ষার্থীরা, আলোচনায় বসবেন কে?

নিউ মার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ২০