সন্ধ্যার পরও মুখোমুখি অবস্থানে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা

দিনভর দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ শেষে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে রাস্তায় অবস্থান করছেন। তবে দিনের মতো উত্তেজনাকর পরিস্থিতি নেই। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যার পর সরেজমিন দেখা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান করছেন। যারা রাস্তা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। কোনও ব্যবসায়ী পেলে   চড়াও হচ্ছেন। শিক্ষার্থীদের কেউ কেউ আবার সঙ্গীদের নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের যাতায়াতে সহায়তা করছেন।

দেখা যায়, নিউমার্কেট ফুট ওভারব্রিজের নিচে ব্যবসায়ীরা অবস্থান করছেন। তাদের পাশেই রয়েছে পুলিশ। সন্ধ্যার পর থেকে দু'পক্ষের মধ্যে কোনও ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে অলস সময় পার করছেন। একটি লাঠিকে  ব্যাট বানিয়ে রাস্তার ওপরে তাদেরকে ক্রিকেট খেলায় ব্যস্ত থাকতে দেখা যায়।