নতুন শনাক্ত ২৬-এর ১৮ জনই ঢাকা জেলার

করোনাভাইরাসের সংক্রমণের নিম্নগতি অব্যাহত রয়েছে। সারাদেশে ৬টি জেলায় গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে ঢাকা জেলাতে শনাক্ত হয়েছেন ১৮ জন।

শনিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সংক্রমণের নিম্নগতিতে আগের ২৪ ঘণ্টার মতো গত ২৪ ঘণ্টায়ও ভাইরাসটিতে কোনও মৃত্যু হয়নি। তবে কিছুটা বেড়েছে নতুন রোগী শনাক্ত, বেড়েছে শনাক্তের হারও।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬ জন। আর তাদের মধ্যে কেবল ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন ২২ জন। এর মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ১৮ জন। এ বিভাগে শনাক্ত হওয়া বাকি চার জনের মধ্যে গাজীপুরে শনাক্ত হয়েছেন তিন জন এবং নারায়ণগঞ্জে শনাক্ত হয়েছেন একজন।

আর বাকি চার জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় শনাক্ত হয়েছেন একজন, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় একজন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন দুই জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।