শান্তি কামনা করে জুমাতুল বিদা পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে জুমাতুল বিদা পালিত হলো। শুক্রবার (২৯ এপ্রিল) মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায়ের পর মোনাজাতে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মুসল্লিরা। ভেতরে জায়গা না পেয়ে মসজিদ চত্বরে এবং সড়কে জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। ঢাকার বিভিন্ন মসজিদ ঘুরে এই চিত্র দেখা গেছে।

রমজান মাসের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করা হয়। প্রতিবারের মতো আজও তাই মসজিদে ছিল মুসল্লিদের ভিড়। রোদের দাবদাহ উপেক্ষা করে সড়কে নামাজ আদায় করেছেন তারা। অনেকে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়েও নামাজ আদায় করেন।

খুতবায় মাহে রমজানের ফজিলত, জাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেছেন মুসল্লিরা। 

জানা গেছে, দেশের সব মসজিদে করোনা থেকে মুক্তির প্রত্যাশায় বিশেষ মোনাজাত করা হয়েছে। 

আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এরপর বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। রোজার ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।