ঢামেকের ‘সার্জিক্যাল সুতা’ পাচারকালে কর্মচারী নেতা আটক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীদের অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত সরকারি সার্জিক্যাল সুতা বাইরে পাচারের সময় আব্দুল হাকিম (৪০) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারী নেতাকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ এর সদস্যরা তাকে আটক করেন।

রবিবার (৮ মে) দুপুরে হাসপাতালের প্রধান গেইট থেকে কালো ব্যাগ ভর্তি সুতাসহ আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। পরে তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করতো। সে বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ঢামেক শাখার সমজাকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক।