যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের গুদামে অভিযান চলছে

রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান চলছে। অভিযানে যৌথভাবে অংশ নিয়েছে র‌্যাব-৩।

সোমবার (৯ মে) দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আগে কিনে রাখা তেলের মজুদ করে অধিক মুনফা লাভের চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। এর বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পক্ষে অভিযান পরিচালনা করছেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

অভিযানের বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও এসএমএসে বলা হয়েছে।