যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত, দেড় লাখ টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত রাখার অপরাধে তিন দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

সয়াবিন তেলের অবৈধ মজুততিনি বলেন, ‘সয়াবিন তেলের অবৈধ মজুতের অপরাধে উত্তর যাত্রাবাড়ীর অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’

বীণা রানী দাস জানান,এই তিনটি মুদি দোকানে সয়াবিন তেলের মূল্য বেশি রাখা ছাড়াও মজুত বেশি রাখা হয়েছে। কোথা থেকে তারা এই তেল কিনেছে তার রশিদও দেখাতে পারেনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

উল্লেখ্য, ঈদের আগে হঠাৎ বাজার থেকে ‘উধাও’ হয়ে যায় সয়াবিন তেল। অতিরিক্ত দাম দিয়েও তেল কিনতে পারছিলেন না ভোক্তারা।