মশা মারতে আগেভাগেই মাঠে কর্মীরা (ফটো স্টোরি)

ঢাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে মশার উপদ্রব বাড়ে। গেলো কয়েকবছর ধরে মশার উপদ্রবে ডেঙ্গুর প্রকোপও ছিল আলোচনায়। আগাম সতর্কতা হিসেবে এবছর বর্ষা শুরুর আগেই মশার লার্ভা নিধনে ‘চিরুনি অভিযান’ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

সোমবার (১০ মে) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকাতেও চলছে মশক নিধন কর্মসূচি। ছবিতে সিটি করপোরেশনের কর্মীদের তৎপরতা-

সিটি করপোরেশন এলাকার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন বাসার আনাচে কানাচে করা হচ্ছে ফগিং

খোলা ড্রেনের পানিতে জন্মাতে পারে মশার লার্ভা। লার্ভা নিধনে ছেটানো হচ্ছে কীটনাশক

মশক নিধন কার্যক্রম (9)

মশক নিধন কার্যক্রম (14)

মশক নিধন কার্যক্রম (8)

মশক নিধন কার্যক্রম তদারকি করছেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা

মশক নিধন কার্যক্রম (20)

মশক নিধন কার্যক্রম (27)

মশক নিধন কার্যক্রম (12)