রাজধানীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

রাজধানীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) মোহাম্মদপুরের বাবর রোড থেকে তাদের গ্রেফতার করে পুলিশের লালবাগ গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো— এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাস।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস বলেন, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এরশাদ উল্লাহ ও লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে আনা এসব ইয়াবা রাজধানীতে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। এই দুই ব্যক্তি কার কাছে ইয়াবা পৌঁছে দিচ্ছিল তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।