সদরঘাটে দুই লঞ্চের মাঝে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত শেষে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে আটকে থাকা দুইটি লঞ্চের মাঝখানের ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম আলী সরদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লঞ্চের কর্মচারীরা ধোয়ামোছার সময় দুটি লঞ্চের মাঝখানে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। নদীতে স্রোত থাকলেও লঞ্চ দুটির মাঝে ফাঁকা না থাকায় মরদেহটি এখানে আটকে ছিল। পরে লঞ্চ ও ঘাটের লোকজন মরদেহটির কোমড়ে বাঁধা বেল্টে বাঁশ দিয়ে আটকে রেখে থানায় খবর দেয়। 

মরদেহটির মাথায় ব্যান্ডেজ করা ও পরনে স্কুল ড্রেস ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্কুল ড্রেস পরা থাকলেও তাকে শিক্ষার্থী মনে হচ্ছে না। তার গলায় তাবিজ ও হাতে চুড়ি পরিহিত ছিল। অবশ্য লাশটি ফুলে যাওয়ায় প্রকৃত বয়সও অনুমান করা যাচ্ছে না।

সদরঘাট নৌ-থানার ডিউটি অফিসার জানান, ‘লাশটি পানিতে ভাসমান অবস্থায় ছিল। সদরঘাট এলাকার লোকজন বলছে, ওই নারী ভবঘুরে পাগল ছিলেন।’

সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম আলী সরদার জানান, 'গতকাল সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা খবর পাই, টার্মিনালে একটা লাশ ভাসছে। পরে একটি টিম পাঠিয়ে সেটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান ডোম শ্যামল জানান, 'লাশটি শুক্রবার দুপুর ১টা নাগাদ মর্গে আসে। তবে এখন পর্যন্ত কোনও আত্নীয়-স্বজন লাশটি নেওয়ার জন্য আসেননি। লাশটি পোস্ট-মর্টেম শেষে মর্গে রাখা হয়েছে।