টাকা ফেরতের দাবি পিপলস লিজিংয়ের আমানতকারীদের

পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিতে আমানতের অর্থ দ্রুত ফেরত পাওয়ার দাবি জানিয়েছে ৬ হাজার ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারী।

রবিবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগীরা। এসময় তারা এ ঘটনায় জড়িত পি কে হালদারসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে আমানতকারীদের পক্ষে প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন, আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। পিপলস লিজিংয়ে ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের আমানতের অর্থ দ্রুত ফিরিয়ে দিয়ে তাকে রক্ষা করুন।

তিনি বলেন, বর্তমান সরকার যেভাবে ফারমার্স ব্যাংকের অবসায়ন না করে পদ্মা ব্যাংক নামে পুনর্গঠন করেছে এবং বিসিআই ব্যাংককে অবসায়ন না করে ইস্টার্ন ব্যাংক নামে পুনর্গঠন করে গ্রাহকের আমানত ফিরিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই পিপলস লিজিং পুনর্গঠন সহযোগিতা করে দ্রুত গ্রাহকদের অর্থ ফেরত প্রদান করে সরকার তার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং নিরীহ আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে আমরা মনে করছি।

সংবাদ সম্মেলন শেষে আমানতকারীরা প্রেস ক্লাবের বাইরে দাবি আদায়ে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে রানা ঘোষসহ অন্যান্য আমানতকারীরা উপস্থিত ছিলেন।1653207988864