এডিসের লার্ভা পাওয়ায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ১০ দিনের বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে সোমবার (২৩ মে)  ১০টি অঞ্চলেই অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মোট ১০টি মামলায় ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, গত ১১ মে সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় অংশ নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ১০ দিন ব্যাপী মশা (ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দেন। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ডিএনসিসি জানায়, অঞ্চল-১ ও ৭ এর আওতাধীন উত্তরা এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  জুলকার নায়ন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশকবিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিশবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী মধ্যবাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এডিসের লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৬ এর আওতাধীন উত্তরা সেক্টর ১২ এলাকায় এডিস মশার বিস্তার রোধে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বিশেষ অভিযান  পরিচালনা করেন। একটি নার্সারিতে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যান্য অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে এডিস মশা নির্মূলে সতর্ক করে দেওয়া হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।