স্ত্রী নির্যাতনে অভিযুক্ত এসিল্যান্ড সারোয়ারের বদলি কেন অবৈধ নয়: হাইকোর্ট

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ড সারোয়ার সালামের বিরুদ্ধে তার স্ত্রীর ও বিভাগীয় মামলা চলমান থাকা অবস্থায় নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পোস্টিং দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্ত্রীর করা রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৪ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ও আজিজুর রহমান দুলু।

এর আগে নির্যাতনের অভিযোগে সারোয়ারের বিরুদ্ধে তার স্ত্রী মামলা দায়ের করেন। ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ সারোয়ারের বিরুদ্ধে চার্জগঠন করেন। এরপর ২০২১ সালের ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে একই ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়, যেটি এখনও বিচারাধীন।

মামলা চলাকালে সারোয়ার নোয়াখালীর হাতিয়ায় এসিল্যান্ড হিসেবে দায়িত্বরত ছিলেন। মামলাগুলো বিচারাধীন থাকার পরও সারোয়ার সালামকে বিধিবহির্ভূতভাবে নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পোস্টিং দেওয়ার বিরুদ্ধে তার স্ত্রী হাইকোর্টে রিট দায়ের করেন। গত ফেব্রুয়ারি দায়ের করা সে রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।