ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরলো দুদক

দিনাজপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এক উপ-মহাপরিদর্শককে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মোস্তাফিজুর রহমান। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, দিনাজপুরের চিরিরবন্দর এলাকার ঈশান এগ্রো ফুড লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মোস্তাফিজুর রহমান ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা নেওয়ার আগেই বিষয়টি দুদকের হটলাইন ১০৬ এ ফোন করে জানানো হয়। পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশ দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের তত্বাবধানে ও আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি টিম এই ফাঁদ কার্যক্রম পরিচালনা করে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।