বিজিবি-বিএসএফ চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

রিজিয়ন কমান্ডার বিজিবি এবং ফ্রন্টিয়ার আইজি বিএসএফ পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিজিবি’র রিজিয়ন সদর দফতর, যশোরের ব্যবস্থাপনায় রিজিয়ন কমান্ডার, বিজিবি (যশোর ও রংপুর) এবং ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ (নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ার) পর্যায়ে যশোরে এ সম্মেলন শুরু হয়।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরু হওয়া চারদিনব্যাপী সীমান্ত সম্মেলনে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে।IMG-20220609-WA0005

ভারতের বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ডা.দ অতুল ফুলজেলের নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিয়েছেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদস্য ছাড়াও ভারত সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও রয়েছেন।

অপরদিকে, বিজিবি’র রিজিয়ন সদর দফতর, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদীর নেতৃত্বে ১৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

সম্মেলন শেষে আগামী ১২ জুন বিএসএফ প্রতিনিধিদল ভারতে ফিরবে।