X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে কিশোর নিহতের ঘটনায় আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৬:৫১আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৬:৫১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর সাদ্দাম (১৩) নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ছিদ্দিক (৩৬) নামে আরও একজন। এ ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

সোমবার (১৮ মার্চ) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে কিশোর সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যায়। একই সময়ে হাত-পায়ে গুলিবিদ্ধ হন ছিদ্দিক নামের আরেক বাংলাদেশি নাগরিক। নিহত কিশোর সাদ্দাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে।

বিএসএফের গুলিতে একজন কিশোর নিহত হওয়ার এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে প্রায়ই সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রতি গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে। আসকের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল বলেন, বাংলাদেশের অব্যাহত প্রতিবাদ সত্ত্বেও ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যা নির্যাতন বন্ধ হচ্ছে না। গত বছর বিএসএফের গুলিতে ২৮ জন বাংলাদেশি নিহত হন। ভারতের পক্ষ থেকে বারবার এটি বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সে প্রতিশ্রুতির কোনও বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। গত ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ‘বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্ক’ মতবিনিময় সভায় সীমান্তে হত্যাকাণ্ডের কথা উঠে আসে। আসক সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধে ভারতের সঙ্গে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন:

বিএসএফের গুলিতে কিশোর নিহত

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
সর্বশেষ খবর
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা