‘আমার বঙ্গবন্ধু’ গেম খেলে পুরস্কার

‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে। রবিবার (১২ জুন) ঢাকার উত্তরায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদফতরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এছাড়া, বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্যাডেটরাও উপস্থিত ছিলেন।

সারা বাংলাদেশ থেকে ৩০ লাখ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। সময়, পয়েন্ট ও বয়সের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে মোট ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে হাতে-কলমে বঙ্গবন্ধুকে জানার জন্য বিএনসিসি বিশেষ কার্যক্রম নিয়েছে। সে বিবেচনায় নতুন প্রজন্মকে মোবাইল ডিভাইসের মাধ্যমে বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে জানাতে বিএনসিসি তৈরি করেছে ‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপ।

আমার বঙ্গবন্ধু গেমটি গত ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উদ্বোধন করেন। এ নিয়ে দেশের সবার মধ্যে একটি উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা শেষ হয়েছিল গত ২৬ মার্চ।