বন্যাদুর্গতদের জন্য ১০ মিনিট ফ্রি কল

সিলেটে গ্রামীণফোনের গ্রাহকরা ১০ মিনিট ফ্রি কথা বলতে পারবেন। গ্রামীণফোন সোমবার (২০ জুন) সিলেটের বন্যার্দুগত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে। এই ফ্রি টক টাইম গ্রাহকরা আগামী ৩ দিন ব্যবহার করতে পারবেন।

সোমবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণফোন গ্রাহকরা যেকোনও লোকাল নম্বরে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি সিলেটের বন্যার্তদের যেকোনও সহায়তায় যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে টোল ফ্রি নম্বরও প্রদান করেছে। নম্বরগুলো হলো: ০১৭৬৯-১৭৭২৬৬, ০১৭৬৯-১৭৭২৬৭, ০১৭৬৯-১৭৭২৬৮।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহক ব্যলেন্স রিচার্জ করতে পারছেন না। তাই জরুরি প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরণ করেছে।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘জাতীয় এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। কানেকটিভিটি পার্টনার হিসাবে বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে গ্রামীণফোনের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন।