ডেঙ্গু নিয়ন্ত্রণে জরিমানা মানুষের গা সওয়া হয়ে গেছে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে করা জরিমানা মানুষের এখন গা সওয়া হয়ে গেছে।

বুধবার (২২ জুন) বিকালে "ডেঙ্গু রোগের প্রকোপ: আমাদের করণীয়" শীর্ষক ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ডুরার সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  'ডেঙ্গু নিয়ন্ত্রণে গতবছর ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় এক কোটি টাকা জরিমানা করেছি আমরা। মানুষের এখন জরিমানা গা সওয়া হয়ে গেছে। বিদেশে যেমন মানুষ জরিমানাকে ভয় পায়, আমাদের দেশে মানুষের মধ্যে এ ধরনের ভয়ভীতি নাই।'

তিনি ধানমন্ডির এক পরিত্যক্ত বাড়ির উদাহরণ দিয়ে বলেন, গতবছর বাড়ির মালিককে একবার ১০ হাজার টাকা জরিমানা করি। তিন সপ্তাহ পরে একই ধরনের অবস্থা পাওয়ায় আবার ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, নিয়মিত জমে থাকা পানি ফেলে দিতে হবে। কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না।

ডুরার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন— ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।