ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে তৎপর বিএসএফ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান রুখতে সর্বাত্মক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ জুন) পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএসএফ পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এস গুলেরিয়া এসব তথ্য জানান।

মতবিনিময় অনুষ্ঠানে এস এস গুলেরিয়া বলেন, ‘গরু চোরাচালানের ক্ষেত্রে আমরা সতর্ক রয়েছি। এটা যেন না ঘটে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিএসএফের এই ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, ‘স্বর্ণ চোরাচালান, মানব পাচার, মাদক পাচার এবং গরু চোরাচালানকারীদের অপতৎপরতার কারণে সীমান্তে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়।’

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে বিএসএফ সীমান্তে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। বিজিবির সঙ্গে বিএসএফের মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও পাক্ষিক বৈঠক হয়ে থাকে। এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে দুই দেশের দুই সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন এস এস গুলেরিয়া।