গরু আছে ক্রেতা নেই আশিয়ান সিটির হাটে

আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আশিয়ান সিটির অস্থায়ী হাট গরুতে ভরে গেছে। টাঙ্গাইল,  সিরাজগঞ্জ, পাবনা,  চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে পশু নিয়ে এসেছেন।

আশিয়ান সিটি সংলগ্ন এই হাটটি কাওলা শিয়ালডাঙ্গা হাট নামে পরিচিত। হাটটি ঘুরে দেখা যায়, পুরো এলাকায় এক কিলোমিটারে জুড়ে পশু রাখা হয়েছে বিভিন্ন ছাউনিতে। ক্রেতাদের ভিড় নেই। বিক্রেতাদের ব্যস্ততা নেই।

কথা হচ্ছিল নাটোর থেকে আসা গরু ব্যবসায়ী বকুলের সঙ্গে। তিনি বলেন, গত রাতে ১৯টি গরু নিয়ে এসেছি। এখন পর্যন্ত একটিও বিক্রি হয়নি। দু-একজন আসছিল, দরদাম করে চলে গেছে।  তিনি জানান,  গত বছর ২০টি গরু এনেছিলেন। বিক্রি হয়েছিল ১৬টি।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খামারি মামুন চারটি গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, চারটিই আমার পোষা গরু। গতকাল রাতেই এলাম। এখনও কেউ এসে দাম করেনি।