দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সময়মতো ছাড়া নিয়ে সংশয়

ঘরমুখো যাত্রীদের নিয়ে পঞ্চগড়গামী  দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের আজকের রাতের যাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সময়মতো যাত্রা না করতে পারলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। 

দ্রুতযান এক্সপ্রেস আজ রাত ৮টায় ও পঞ্চগড় এক্সপ্রেস রাত ১০টায় ছাড়ার কথা। কিন্তু দ্রুতযান গতকাল রাত ৮টার যাত্রা করেছে আজ সকাল ৬টায়। আর পঞ্চগড় এক্সপ্রেস গতরাত ১০টা ৪৫ মিনিটের যাত্রা করেছে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে। 

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, ট্রেন দুটির গন্তব্যে পৌঁছে আবার ফিরে আসা অসম্ভব। তিনি সকালে এক প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে। অবশ্য পরে আরেকটি প্রেস কনফারেন্সে কোনও ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে জানান। 

আর ট্রেন ফিরতে দেরি হলে কালকে ঈদুল আজহার দিনও ট্রেন দুটি যাত্রী নিয়ে চলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ ঈদের দিনও চলবে।’

মাসুদ আগে জানিয়েছিলেন, এ দুটি ট্রেনে মাত্র আড়াইশ’ টিকিট বিক্রি হয়েছে। অনেকে সকালের ট্রেনে চলেও যাবে। যারা যাবে না, তাদের জন্য টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

তিনি আরও জানান, অতিরিক্তি যাত্রী বোঝাই করা এবং ট্রেন খালি করতে অনেক সময় লেগে যাওয়ায় যাত্রা বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ জানিয়েছেন,  আজ রাতে দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সঠিক সময়ে চলাচল করবে। মন্ত্রী মহোদয়ের নির্দেশে যাত্রীদের সুবিধার্থে পার্বতীপুর থেকে শাটল ট্রেন চালু করে লেট কাভার করা সম্ভব হয়েছে।