বঙ্গোপসাগরে ভেসে থাকা পাঁচ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগরে লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের কুতুবদিয়া লাইট হাউজ থেকে ২ দশমিক ৮ মাইল দুরে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সৈকত।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. ওমর ফারুক (মাঝি), মহিউদ্দিন আসাদ, মো. সাইম, মো. রমিজ, সৈয়দ নূর। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।Navy Photo (2)

১৫ জুলাই ভোররাত ৩টায় অজ্ঞাতনামা লাইটার জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে জেলেরা তাদের কাছে থাকা জেরিকেন ধরে ভাসছিল। নৌবাহিনী জাহাজ টহলরত অবস্থায় তাদের সন্ধান পায় এবং উদ্ধার করে।

উদ্ধার জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে নৌবাহিনী। পরবর্তীতে পতেঙ্গা আরআরবিতে উদ্ধারকৃত জেলেদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।Navy Photo (3)(1)