দক্ষিণ সিটিতে আরও ১০ উদ্যান ও খেলার মাঠ হবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১০টি উদ্যান ও খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৭ জুলাই) সবুজবাগের বাসাবো বালুর মাঠ প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, ‘আমাদের ৪৮ নম্বর ওয়ার্ডে কোনও খেলার মাঠ নেই। সেখানে এক চিলতে জায়গাও ফাঁকা নেই, একটা মাঠ তৈরি করার জন্য। এখানে একটা ট্রাক স্টান্ড আছে। সেটা সরিয়ে একটা খেলার মাঠ হবে। এরকম আরও ১০টি উদ্যান ও খেলার মাঠ তৈরির কাজ চলমান আছে।’

বাসাবো বালুর মাঠ সম্পর্কে তিনি বলেন, ‘এটিকে বিশ্বমানের মাঠ হিসেবে গড়ে তোলা হবে।’

২০২৩ সালের ১৬ ডিসেম্বর এই মাঠের কাজ শেষে উদ্ধোধন করা হবে বলে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী তার বক্তব্যে জানান।

তিনি আরও জানান, এ বালুর মাঠটি দখলের বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের সোচ্চার ভূমিকার কারণে তা এটা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ,  প্রধান  সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।