মহাসড়কে স্থায়ীভাবে মোটরসাইকেল বন্ধের সুপারিশ

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে দূরপাল্লায় ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সরকারের পরিবহন বিষয়ক টাস্কফোর্সের সদস্য শাহজাহান খান।

‘দেশে ৪০ শতাংশ দুর্ঘটনা হয় মোটরসাইকেলে। সুতরাং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি’, বলেন শাহজাহান খান।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন খাতে ‘শৃঙ্খলা জোরদারকরণ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভায় এ সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শাহজাহান খান বলেন, মোটরসাইকেল দিয়ে দূরপাল্লায় ও আন্তঃজেলায় রাইডশেয়ারিং হবে না। সুতরাং আমরা সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি।

এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। তবে এখনও স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি।