ভাড়া বেশি নেওয়ায় রাঈদা পরিবহনকে জরিমানা

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে রাঈদা পরিবহনের একটি বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) রাজধানী রামপুরায় স্থাপিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি ভ্রাম্যমাণ আদালতে উত্তরা দিয়াবাড়ি থেকে পোস্তগোলা চলাচলকারী পরিবহন কোম্পানিটির একটি বাসকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম খোশনুর রুবাইয়াৎ বলেন, ‘সকালে রাঈদা পরিবহনের একটি বাস থামানো হলে যাত্রীরা বেশি ভাড়া আদায়ের অভিযোগ তোলেন। বাসে নতুন ভাড়ার তালিকাও প্রদর্শন করা হয়নি। পরে বাসটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।' 

তিনি আরও বলেন, 'আমরা যাত্রীদের অতিরিক্ত আদায়কৃত অর্থও ফেরত দেওয়া হয়েছে। আজ সারাদিন আমরা অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়টি নিয়ে কাজ করবো। ' 

ভাড়ার চার্ট প্রদর্শন করছেন না কেউই

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর প্রগতি সরণিতে চলাচলকারী রাঈদা, আলিফ, প্রচেষ্টা, ভিক্টর পরিবহন কেউই ভাড়ার তালিকা প্রদর্শন করছেন না। কিন্তু বর্ধিত হারে ভাড়া আদায় করছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ভিক্টর পরিবহনের এক বাসের শ্রমিক বলেন, নতুন বাজার থেকে সদরঘাটের ভাড়া ছিল ৩০ টাকা। এখন ৩৫ টাকা করা হয়েছে।  

রাঈদা পরিবহনে নতুন বাজার থেকে পোস্তগোলার আগের ভাড়া ছিল ৩০ টাকা। এখন কেউ নিচ্ছে ৩৫ টাকা বা কেউ নিচ্ছে ৪০ টাকা। রাঈদা বাসের চালক মো রুবেল মিয়া বলেন, আমাদের অনেক পরিবহনে নতুন ভাড়ার তালিকা পায়নি। তালিকা করা হয়েছে গতকাল আজ হয়তো পেতে পারি।'

তিনি বলেন, তালিকা না থাকায় মানুষের সাথে তর্ক-বিতর্ক করতে হয়। এটা থাকলে আর হতো না। আর আমরা তো ভাড়া বেশি বাড়াইনি। পোস্তগোলা থেকে দিয়া বাড়ি ৭০ টাকা নেই। আগে ছিল ৫০ পরে এটাকে ৬০ করা হয়েছিল।’